Aye Dekhe Jaa Lyrics
Aye Dekhe Jaa song from Bengali movie Love Aaj Kal Porshu. The song is sung by the Arijit Singh and the music given by the Arindom. Aye Dekhe Jaa Lyrics written by the Prasen. Arjun, Madhumita, Paoli Dam lead role play for this movie.
Song Credits To...
- Film -: Love Aaj Kal Porshu
- Song -: Aye Dekhe Jaa
- Singer -: Arijit Singh
- Music -: Arindom
- Lyrics -: Prasen
Aye Dekhe Jaa Lyrics In Bengali
আজকের সাদা গুলো কালো কাল
কালকের কালো গুলো পরশু ছাই,
আজকের ভালো গুলো সব উধাও
কালকের দিনগুলোয় ফিরতে চাই।
ধাঁধার মত জটিল জীবন
বোঝাতে কি চায়,
সাপের মতো প্রশ্ন হাজার
ঘিরে ঘিরে ধরছে আমায়..
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু'ডানা
আয় দেখে যা, দেওয়ালে থেকে গেছে পিঠ।
বিপদের নামতা পড়ে মাথায় চড়ে রাগ
দু'হাতে কালসিটে আর মাথায় কালো দাগ,
এখন আর ফিরবো না রে তুফান হলে হোক
সময়ের দুর্বিপাকে লালচে হলো চোখ।
ভাবছি বসে কোন সে দোষে
কোথায় হলো ভুল,
কাঁদতে মানা যতই জীবন
গুনে গুনে নিক না মাশুল।
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
উড়তে চাওয়া যে মানা
ভেঙে গিয়েছে দু'ডানা
আয় দেখে যা, দেয়ালে থেকে গেছে পিঠ।
No comments:
Post a Comment