Biswas Jodi jayre venge lyrics
Biswas Jodi jayre venge song from the Bengali movie "Hridoy Jure". The song is sung by the Belal Khan and the Music Given by the Belal Khan. Biswas Jodi jayre venge lyrics are written by the Jibon Mahmud.
Song Credits To...
- Movie -: Hridoy Jurey
- Song -: Biswas Jodi jayre venge
- Singer -: Belal Khan
- Music -: Belal Khan
- Lyric -: Jibon Mahmud
- Label -: Live Technologies Ltd
![]() |
Biswas Jodi jayre venge lyrics |
Biswas Jodi jayre venge lyrics In Bengali
বিশ্বাস যদি যাইরে ভেঙ্গে অবিশ্বাসের ঝড়ে ।
বেঁচে থেকেও মনটা যেন মরার আগেই মরে ।
বেঁচে থেকেও মনটা যেন মরার আগেই মরে ।
যায়না বলা বুকের জ্বালা এমন মরন হলে ।
অন্তরযামী জানে শুধু ভিতর কত জ্বলে,
ভিতর কত জ্বলে ।
বিশ্বাস যদি যাইরে ভেঙ্গে অবিশ্বাসের ঝড়ে ।
বেঁচে থেকেও মনটা যেন মরার আগেই মরে ।
বেঁচে থেকেও মনটা যেন মরার আগেই মরে ।
উথাল পাতাল কান্না নদী মন গহীনে বয় ।
কেউ জানে না মনের খবর কি ব্যাথা মন সয় ।
উথাল পাতাল কান্না নদী মন গহীনে বয় ।
কেউ জানে না মনের খবর কি ব্যাথা মন সয় ।
আপন খাঁচা ভাঙ্গলে পাখি...
আপন খাঁচা ভাঙ্গলে পাখি থাকে খাঁচা পড়ে ।
বেঁচে থেকেও মনটা যেন মরার আগেই মরে ।
বেঁচে থেকেও মনটা যেন মরার আগেই মরে ।
ব্যাথার শ্রাবণ দিলে হানা জলে ভরে চোখ ।
যায়রে মুছে ভাগ্য রেখা হয় না প্রানে সুখ ।
ব্যাথার শ্রাবণ দিলে হানা জলে ভরে চোখ ।
যায়রে মুছে ভাগ্য রেখা হয় না প্রানে সুখ ।
জীবন সে তো জোয়ার ভাটার...
জীবন সে তো জোয়ার ভাটার এমন খেলাই করে ।
বেঁচে থেকেও মনটা যেন মরার আগেই মরে ।
বেঁচে থেকেও মনটা যেন মরার আগেই মরে ।
No comments:
Post a Comment