Dube Dube Bhalobashi Lyrics (ডুবে ডুবে)
Dube Dube Bengali song by Tanjib Sarowar and also music is given by Sajid Sarkar. Cast at this song is Tanjib Sarowar, Samonty Shoumi, Sourav Abhi, Mukta, Mukul Zamil. Dube Dube Bhalobashi Lyrics are written by the Tanjib Sarowar.
Song Credits to...
- Song -: Dube Dube
- Lyric -: Tanjib Sarowar
- Singer -: Tanjib Sarowar
- Music -: Sajid Sarkar
- Label -: Dhruba Music Station
Dube Dube Bhalobashi Lyrics In Bengali
তুমি না ডাকলে আসবো না
কাছে না আসে ভালোবাসবো না
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়
না কি চলে যাওয়ার বাহানা বানাই
দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি
ইটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গুড়ে দেবে ইচ্ছে হলে
আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো
বলে দেব চুলে রেখে হাত
দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি
ভোর না হতে হতে তোমাকেই দেখার আশা
শেষ ছবিটা দেখি বারে বারে আর দেখি
আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো
বলে দেব চুলে রেখে হাত
দূরের আকাশ নীল থেকে লাল গল্পটা পুরোনো
ডুবে ডুবে বালোবাসি, তুমি না বাসলে আমি বাসি
ডুবে ডুবে বালোবাসি ,তুমি না বাসলে আমি বাসি (x2)
No comments:
Post a Comment