Ekdin Porabe Amar Ovab Lyrics
the song Ekdin Porabe Amar Ovab song is sung by Sadat Hussain and the music given by the given by the P.B Rudra. Ekdin Porabe Amar Ovab Lyrics written by the Sadat Hussain.
Song Credits To...
- Song -: Ekdin Porabe Amar Ovab
- Lyrics -: Sadat Hossain
- Music -: PB Rudro
- Directed By -: Manju Ahmed
- Label -: G-Series
Ekdin Porabe Amar Ovab Lyrics In Bengali
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে,
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত
আমার বুকে আসবে আমাবস্যা রাত,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
অভাগার মন নিয়ে করোনা ছলনা
মন সে তো নয়রে তোমার হাতের খেলনা,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদোরে,
হৃদয় মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
- Dube Dube Bhalobashi Lyrics
- Hridoy Majare Lyrics
- Bayna lyrics Bengali
- TOKE DEKHLE SHUDHU EKTI BAR LYRICS
No comments:
Post a Comment