Hridoy Jurey Lyrics
Hridoy Jurey is a Bengali title song from the movie Hridoy Jurey. The song by the Imran Mahmudul and Bristi. Hridoy Jurey lyrics given by the Robiul Islam Jibon. Star at this movie is Nirab Hossain and Priyanka Sarkar.
Song Credits to...
- Film -: Hridoy Jurey
- Song -: Hridoy Jurey
- Lyricist -: Robiul Islam Jibon
- Music -: Imran Mahmudul
- Singer -: Imran & Bristy
Hridoy Jurey Lyrics In Bengali
(M) এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।
(F) এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।
(M) দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা।
(F) এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা।
(M) তোমারি ছবি ভাসে, মনেরই চারদিকে
চেয়ে চেয়ে থাকি আমি, ভুলে যাই পৃথিবিকে।
(F) তোমারি ছবি ভাসে, মনেরই চারদিকে
চেয়ে চেয়ে থাকি আমি, ভুলে যাই পৃথিবিকে।
(M) দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।
(F) এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।
(F) যখনই কাছে আসা, হয়ে যাই দিসেহারা
প্রিয় প্রিয় গল্পে আমার, কেউ নেই তুমি ছাড়া।
যখনই কাছে আসা, হয়ে যাই দিসেহারা
প্রিয় প্রিয় গল্পে আমার, কেউ নেই তুমি ছাড়া।
(M) দিনের সুচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি এক জনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।
(F) এই হৃদয় জুড়ে শুধু তুমি এক জনা
No comments:
Post a Comment