Kotota Je Valobashi Lyrics
Kotota Je Valobashi Bengali's song is sung by the Kazi Shuvo and puja. Music given for that song is Sojhib Das under the label of Soundtek. Kotota Je Valobashi Lyrics is written by the Nahid Karim Moon.
Song Credits to...
- Song -: Kotota Je Valobashi
- Singer -: Kazi Shuvo & Puja
- Lyric -: Nahid Karim Moon
- Music -: Sojib Das
- Label -: Soundtek
Kotota Je Valobashi Lyrics In Bengali
[M ] পথ চেয়ে বসে থাকি আজও...
আসবে তুমি কবে।
[F ] তুমিও কি আমার মতো
খোঁজ আমায় খুব নীরবে
[M] ছুঁয়ে ছুঁয়ে আজ হারাবো
তোমাতে মিশে যাবো
[F ] কতটা যে ভালোবাসি ...
[M] এসো তুমি আজ জানাবো
এসো তুমি আজ জানাবো
[F ] এসো তুমি আজ জানাবো
এসো তুমি আজ জানাবো
[M] বুকের মাঝে রাখি তোমায়
আমার তুমি ভুবন ...
কোথায় পাবো তোমার মতো
এমন আপনজন...
[F ]বুকের মাঝে রাখি তোমায়
আমার তুমি ভুবন ...
কোথায় পাবো তোমার মতো
এমন আপনজন...
[F ] ছুঁয়ে ছুঁয়ে আজ হারাবো
তোমাতে মিশে যাবো
[M] কতটা যে ভালোবাসি ...
[F ] এসো তুমি আজ জানাবো
এসো তুমি আজ জানাবো
[F ] চাইনা তোমায় হারাতে কভু
লাগে মনে ভয়...
তোমায় ছাড়া এই জীবন
জীবন সেতো নয়...
[M] চাইনা তোমায় হারাতে কভু
লাগে মনে ভয়...
তোমায় ছাড়া এই জীবন
জীবন সেতো নয়...
[M] ছুঁয়ে ছুঁয়ে আজ হারাবো
তোমাতে মিশে যাবো
[F] কতটা যে ভালোবাসি ...
[M] এসো তুমি আজ জানাবো
এসো তুমি আজ জানাবো
[F] পথ চেয়ে বসে থাকি আজও...
[M] আসবে তুমি কবে।
[M] তুমিও কি আমার মতো
[F] খোঁজ আমায় খুব নীরবে
ছুঁয়ে ছুঁয়ে আজ হারাবো
তোমাতে মিশে যাবো
কতটা যে ভালোবাসি ...
এসো তুমি আজ জানাবো
এসো তুমি আজ জানাবো
[F] এসো তুমি আজ জানাবো
এসো তুমি আজ জানাবো
[M] এসো তুমি আজ জানাবো
এসো তুমি আজ জানাবো
No comments:
Post a Comment