Tor Arale Mon Harale Lyrics
Tor Arale Mon Harale is a Bengali song. The song is sung by the Mithoon Jeet and the Tor Arale Mon Harale Lyrics is written by the Shakil Ahmed Pothik.
Song Credits to...
- Singer -: Mithoon Jeet
- Lyrics -: Shakil Ahmed Pothik
- Label -: Eagle Music.
- Composed by -: Mahmudul Hasan Romance.
তোর আড়ালে মন হারালে স্পর্শ মেলে ছুঁই তোকে
স্বপ্নে উড়াই হাওয়ার ভেলা ইচ্ছে ঘুড়ির কল্পনাতে।
ডুবে আছি তোর মাঝে তোর ইশারার দুষ্টমিতে
তুই শুধুই আমার থাকিস দিন রাত সারা বেলাতে।
তোর যত ইচ্ছে আছে সাজিয়ে দেব আবির সাজে
তুই শুধু আমার হয়ে রাঙিয়ে দিস জীবনটাকে।
তোর আড়ালে মন হারালে স্পর্শ মেলে ছুঁই তোকে
স্বপ্নে উড়াই হাওয়ার ভেলা ইচ্ছে ঘুড়ির কল্পনাতে।
ইচ্ছে বলে তোর হাত দুটি ধরি
দুষ্টমিতে তোর আঁচল হয়ে উড়ি
ইচ্ছে বলে তুই আমার হবি
মন মাঝারে হোক আমার বাড়ি...
ইচ্ছে বলে তোর হাত দুটি ধরি
দুষ্টমিতে তোর আঁচল হয়ে উড়ি
ইচ্ছে বলে তুই আমার হবি
মন মাঝারে হোক আমার বাড়ি।
তোর আড়ালে মন হারালে স্পর্শ মেলে ছুঁই তোকে
স্বপ্নে উড়াই হাওয়ার ভেলা ইচ্ছে ঘুড়ির কল্পনাতে।
ইচ্ছে বলে তোর আরো কাছে এসে
রোজ সকালে তোর ঘুম ভাঙাতে
ইচ্ছে বলে তোর চুমুক দেয়া কাপে
ঠোঁট মিলিয়ে আজ চুমুক দিতে।
ইচ্ছে বলে তোর আরো কাছে এসে
রোজ সকালে তোর ঘুম ভাঙাতে
ইচ্ছে বলে তোর চুমুক দেয়া কাপে
ঠোঁট মিলিয়ে আজ চুমুক দিতে।
তোর আড়ালে মন হারালে স্পর্শ মেলে ছুঁই তোকে
স্বপ্নে উড়াই হাওয়ার ভেলা ইচ্ছে ঘুড়ির কল্পনাতে। (x2)
No comments:
Post a Comment