Aj Boro Bodle Gechis Tui Lyrics
Aj Boro Bodle Gechis Tui is a Bengali song from Charpoka Band. The song is sung by Imran Hossen Emu and music given by the Rosen Rahman. Aj Boro Bodle Gechis Tui Lyrics written by the Shahriar Hossen Mamo. It is a Heart touching song by Imran Hossen Emu.Song Credits To...
- Song -: Aj Boro Bodle Gechis Tui
- Singer -: Imran Hossen Emu
- Lyrics & Tune -: Shahriar Hossen Mamo
- Music -: Rosen Rahman
- Band -: Charpoka Band
- Label -: Eagle Team
Aj Boro Bodle Gechis Tui Lyrics In Bengali
আজ বড় বদলে গেছিস তুই
আজ বড় অচেনা হলি তুই,
আজ বড় বদলে গেছিস তুই
আজ বড় অচেনা হলি তুই ।
না হয় কথা আর না হয় দেখা
না হয় শুধু অভিনয়।
মনের মাঝে আঁকা ছবি দেখে
তাকাই যে আমার সময়।
না হয় কথা আর না হয় দেখা
না হয় শুধু অভিনয়।
মনের মাঝে আঁকা ছবি দেখে
তাকাই যে আমার সময়।
আজ বড় বদলে গেছিস তুই
আজ বড় অচেনা হলি তুই ।
খুব ভালোবেসেছিলাম তোকে
স্বপ্ন টাও এঁকেছিলাম দু চোখে।
খুব ভালোবেসেছিলাম তোকে
স্বপ্ন টাও এঁকেছিলাম দু চোখে।
স্মৃতি গুলো কেন আজ হারালো
দুটি পথের মায়ায়,
রং ধনু রং গুলো আজ হারালো
কোন দুটি নীলিমায়।
স্মৃতি গুলো কেন আজ হারালো
দুটি পথের মায়ায়,
রং ধনু রং গুলো আজ হারালো
দুটি পথের মায়ায়।
আজ বড় বদলে গেছিস তুই
No comments:
Post a Comment