Bou To Noi Jeno CC Camera Lyrics
Aous Koira Bape Koraiche Biya Bengali song from Band Ghuri. The song Is sung by the Akash Islam, Shurov Islam and the music given by the Ankur Mahamud. Bou To Noi Jeno CC Camera Lyrics written by the Rahul Acharjee.Song Credits To...
- Song -: Aous Koira Bape Koraiche Biya
- Singer -: Akash Islam, Shurov Islam
- Lyrics -: Rahul Acharjee
- Tune -: Akash Islam
- Music -: Ankur Mahamud
- Band -: Band Ghuri
- Label -: Eagle Music City
Bou To Noi Jeno CC Camera Lyrics In Bengali
আউশ কইরা বাপে আমায় করাই ছিল বিয়া
বউ আনতে গিয়ে ছিলাম একশো পাড়ি নিয়া।
এখন দিনে রাতেই দেখায় তার আসল চেহেরা
বউ তো নয় যেন সিসি ক্যামেরা,
এখন দিনে রাতেই দেখায় তার আসল চেহেরা
বউ তো নয় যেন সিসি ক্যামেরা।
খাইতে জ্বালায়, বইতে জ্বালায়, জ্বালায় দিনে রাইতে ,
ঠিক মতো দেয়না আমায় একটু ঘুমাতে।
খাইতে জ্বালায়, বইতে জ্বালায়, জ্বালায় দিনে রাইতে ,
ঠিক মতো দেয়না আমায় একটু ঘুমাতে।
সারাদিন নজরদারি দেয় শুধু প্যারা...
বউ তো নয় যেন সিসি ক্যামেরা,
বউ তো নয় যেন সিসি ক্যামেরা।
শ্যাম্পু আনো, সাবান আনো, লম্বা অর্ডার দেয়
কষ্ট করে টাকা কামাই চুরি করে নেই।
শ্যাম্পু আনো, সাবান আনো, লম্বা অর্ডার দেয়
কষ্ট করে টাকা কামাই চুরি করে নেই।
সারাদিন নজরদারি দেয় শুধু প্যারা...
বউ তো নয় যেন সিসি ক্যামেরা,
বউ তো নয় যেন সিসি ক্যামেরা।
No comments:
Post a Comment