Chander Shohor Lyrics
Chander Shohor Bengali Official Music of Taalpatar Shepai. The song is sung by the Pritam Das and the music given by the Pritam & Sumon. Chander Shohor Lyrics written by the Kritee Roy under the label of Talpatar Shepai.
Song Credits to...
- Song -: Chander Shohor
- vocal, Pads & Rock organ -: Pritam Das
- Lyrics -: Kritee Roy
- composition & Direction -: Pritam Das
- Screenplay -: Pritam & Suman
- Label -: Taalpatar Shepai
Chander Shohor Lyrics In Bengali
যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবি টুকু খুঁজে দিও।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা'য়ে চুমুকে
তর্কের দাবানল।
যদি জানো তুমি চাবির হদিস
চলো পালাবো খুব ভোরে,
নবাগত কোনো পথের কোলাজে
অনাবিষ্কৃত ম্যাপ ধরে।
বেঁচে থাকাটুকু ঘাড়ে ধরে যারা
দিচ্ছে করে নিলাম,
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম।
চিঠি না লিখেই বেরিয়ে পড়ি চলো
পাখিদের গান গাই,
দমবন্ধ জীবনটাকে তুমি
করে রেখে যেও দায়ী।
রূটিনের নেশা কাটিয়ে
চলো খুঁজি সেই মধুমাস,
তুমি কম্পাসে চোখ রাখো আর
আমি হবু কলম্বাস ..
যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবিটুকু খুঁজে দিও।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা'য়ে চুমুকে
তর্কের দাবানল।
No comments:
Post a Comment