Wednesday, March 25, 2020

Ei Ektarata Lyrics ( এই একতারাটা) | Lagnajita Chakraborty

Ei Ektarata Lyrics 

Ei Ektarata song from the Bengali movie Rawkto Rawhoshyo. The song is sung by the Lagnajita Chakraborty and the music is given by the Debdeep Mukhopadhyay. Ei Ektarata Lyrics is written by Debdeep Mukhopadhyay.

Song credits to...
  • Singer -:Lagnajita Chakraborty 
  • Lyrics -: Debdeep Mukhopadhyay
  • Music & Arranged -: Debdeep Mukhopadhyay
  • Guitar -: Debdeep Mukhopadhyay
  • Recorded by -: Adeep Singh Manki
Ei Ektarata Lyrics

Ei Ektarata Lyrics In Bengali

এই একতারাটার সুর গুলো খুব একা
তার কাঁচা আলোর গন্ধে,
ফেরার পথে দেখা হলে নেশার মতো দুহাত
শুধু কালবৈশাখী চায়,
ওই সিড়ি ভাঙ্গা অঙ্ক গুলোয়
ডোবালো আমায়।

এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি?
ভাবি প্রমাণ কি আর করবে সরলরেখাও,
অন্ধকারও উড়িয়ে দিলে হাত পাখারা
যদি পারো আমায় ভালোবাসতে শেখাও।

আবার উড়বো বলে চাইছি দুটো ডানা
বলো মেঘলা হয়ে থাকবে কতক্ষন ?
আমরা যেমন নীল কাগজের নৌকো বানাই
আমরা আবার ভাঙতে থাকি মন।

এর চেয়ে বেশি কি বলো আর
চাইতে পারি?
ভাবি এখন কি আর করবে অপেক্ষা,
অন্ধকারের অন্ধকার আজ কম পড়েছে
যদি পারো সেটাই ভালোবাসতে শেখাও।

আমার ফুল খেলা ঘর বাঁধলো ঠোঁটে বিচ্ছিরি গান
তোমার ঘুম ভেঙেছে কৃষ্ণচূড়ার মতো,
এই বুকের ভিতর নরম আলো পাস ফিরে থাক
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত,
আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত।No comments:

Post a Comment