Ore O Pola Lyrics
Ore O Pola Bengali band song is sung by Moyuri and the music given by the Tanzil Hasan. Ore O Pola Lyrics is written by Ariful Islam Shiblu under the Eagle Music Video Station.Song Credits To...
- Song -: Ore O Pola
- Starring -: Imran, Momo
- Singer -: Moyuri
- Lyrics & Tune -: Ariful Islam Shiblu
- Music -: Tanzil Hasan
- Label -: Eagle Music Video Station
Ore O Pola Lyrics In Bengali
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা ,
যতই করো ছল-চাতুরী মনটা পাবে না।
যতই বল লক্ষী সোনা, জান পাখি আর ময়না টিয়া
যতই বল লক্ষী সোনা, জান পাখি আর ময়না টিয়া,
তবুও এই মনতো পাবে না।
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা ,
যতই করো ছল-চাতুরী মনটা পাবে না।
মিষ্টি মধুর কথা কইয়া মনটা ভুলাইয়া
মিষ্টি মধুর কথা কইয়া মনটা ভুলাইয়া,
দুই দিন পরে দিবা ব্যাথা প্রাণে সইবো না।
আরে না পোলা না আমার পিছে ঘোরো না
না পোলা না তবু এই মনটা দেবো না।
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা ,
যতই করো ছল-চাতুরী মনটা পাবে না।
তোমরা পোলা ভালোনা, করো ছলনা
তোমরা পোলা ভালোনা, করো ছলনা,
অবুঝ মনের ভালোবাসা তোমরা বোঝো না।
আরে না পোলা না যতই করো বাহানা
না পোলা না তবু এই মনটা দেব না।
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা ,
যতই করো ছল-চাতুরী মনটা পাবে না।
যতই বল লক্ষী সোনা, জান পাখি আর ময়না টিয়া
যতই বল লক্ষী সোনা, জান পাখি আর ময়না টিয়া,
তবুও এই মনতো পাবে না।
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা
ওরে ও পোলা আমায় ভেবো না বোঁকা ,
যতই করো ছল-চাতুরী মনটা পাবে না।
No comments:
Post a Comment