Shopner Shohore Hathbo Lyrics
The Bengali song Shopner Shohore Hathbo is sung by Pallaby Roy & Ahmed Muneef and the music given by the Subhro Raha. Shopner Shohore Hathbo Lyrics written by the Rumman Hossain under the label Dhruba Music Station.Song Credits To...
- Song -: Shopner Shohore
- Singer -: Pallaby Roy & Ahmed Muneef
- Lyric -: Rumman Hossain
- Music -: Subhro Raha
- Cast -: Afran Nisho & Tanjin Tisha
- Label -: Dhruba Music Station
Shopner Shohore Hathbo Lyrics In Bengali
[M] তুমি তো সেই যাকে আমি চাই
কেন এভাবে তোমার হতে চাই
তুমি এভাবে হেঁসোনা।
[F] হৃদয়ের পাতায় তোর নাম লিখেছি
মনের শহরে রং ধুনু এঁকেছি,
মন বলে তাকে ডেকোনা।
[M] এই স্বপ্নের শহরে হাঠবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে
সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে।
[F] তোর জন্য আমি ছিলি অপেক্ষায় এসে গেলি তুই
আমাকে বুকে জড়িয়ে গল্প বলে দে তুই।
[M] তোর চোখে ওই ঝিলিমিলি দৃশ্য ভালো লাগে যে খুব
বলিস কথা আমার পশে আমি হয়ে থাকি চুপ।
তোর হাতে হাত দিয়ে ভালোবাসা বোঝবো
তোকে নিয়ে রূপকথা আমি চিঠি লিখবো।
[M] এই স্বপ্নের শহরে হাঠবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে
সব বাধা পেরিয়ে থাকবো তোর সাথে
আয়না ছুঁয়ে দে একবার আমাকে।
No comments:
Post a Comment