Soloana Valobaslam Lyrics
Premer Name Korla Khoti Tumi Bengali Album song sung by FA Sumon and the music given by the Remo Biplob. Soloana Valobaslam Lyrics is written by Aranya Bhowmik under the label of Eagle Music Video Station.Song Credits To...
- Song -: Premer Name Korla Khoti Lyrics
- Singer -: FA Sumon
- Lyrics -: Aranya Bhowmik
- Music -: Remo Biplob
- Label -: Eagle Music
তুমি বাসলেনা এক আনা,
বুক পেতে দিলাম তোমায়,
আঘাতে করলে ফালাফালা।
এই যদি হয় তোমায় রীতি
প্রেমের নামে করলা ক্ষতি,
ঝাঁপ দিতাম না প্রেম সাগরে
হয়ে দিওনা।
ষোলোআনা ভালোবাসলাম,
তুমি বাসলেনা এক আনা,
বুক পেতে দিলাম তোমায়,
আঘাতে করলে ফালাফালা।
মনের দুঃখ মনে রেখে ঘুরি বনে বনে
মুখ ফিরিয়ে নেই যে সবাই, বলি কার শোনে ,
মনের দুঃখ মনে রেখে ঘুরি বনে বনে
মুখ ফিরিয়ে নেই যে সবাই, বলি কার শোনে।
ষোলোআনা ভালোবাসলাম,
তুমি বাসলেনা এক আনা,
বুক পেতে দিলাম তোমায়,
আঘাতে করলে ফালাফালা।
এই অভাগার দুঃখ দেখে কাঁদে বনের পাখি
গললো না ওই তোমার অন্তর , ভিজলো না দুই আঁখি।
এই অভাগার দুঃখ দেখে কাঁদে বনের পাখি
গললো না ওই তোমার অন্তর , ভিজলো না দুই আঁখি।
ষোলোআনা ভালোবাসলাম,
তুমি বাসলেনা এক আনা,
বুক পেতে দিলাম তোমায়,
আঘাতে করলে ফালাফালা।
এই যদি হয় তোমায় রীতি
প্রেমের নামে করলা ক্ষতি,
ঝাঁপ দিতাম না প্রেম সাগরে
হয়ে দিওনা।
ষোলোআনা ভালোবাসলাম,
তুমি বাসলেনা এক আনা,
বুক পেতে দিলাম তোমায়,
আঘাতে করলে ফালাফালা।
No comments:
Post a Comment