Tui Chara Ei Jibon Bitha Lyrics
Vhul Gulo Chilo Amar Bengali song is sung by Zayan Abedin and the music given by the Anirudh Shuvo under the label of Pammi Multimedia. Tui Chara Ei Jibon Bitha Lyrics is written by the Junais Khan.Song Credits To...
- Song -: Vhul Gulo Chilo Amar
- Singer -: Zayan Abedin
- Lyrics -: Junaid Khan
- Tune & Music -: Anirudh Shuvo
- Label -: Pammi Multimedia
Tui Chara Ei Jibon Bitha Lyrics In Bengali
সূর্যটা যে ভাবেই আলো দিয়ে যাই
জীবনের গল্প দিয়ে তোকে সাজাই ,
সূর্যটা যে ভাবেই আলো দিয়ে যাই
জীবনের গল্প দিয়ে তোকে সাজাই।
তুই ছাড়া এই জীবন বিথা
রেখে দে আমায় তোর পাড়ায়,
তুই ছাড়া এই জীবন বিথা
রেখে দে আমায় তোর পাড়ায়।
ভুল গুলো সব ছিল আমার
সুযোগ চাই শুধরে নেবার,
তোকে ছাড়া ভাল লাগে না
আয় না ফিরে একবার।
ভুল গুলো সব ছিল আমার
সুযোগ চাই শুধরে নেবার,
তোকে ছাড়া ভাল লাগে না
আয় না ফিরে একবার।
তুই ছাড়া এই জীবন বিথা
রেখে দে আমায় তোর পাড়ায়,
তুই ছাড়া এই জীবন বিথা
রেখে দে আমায় তোর পাড়ায়।
আকাশ পানে তারার ভিড়ে চেয়ে
দু নয়নে বৃষ্টি ঝরে ,
জানি রে তুই আসবি ফিরে
কষ্টে আছি সব হারিয়ে।
আকাশ পানে তারার ভিড়ে চেয়ে
দু নয়নে বৃষ্টি ঝরে ,
জানি রে তুই আসবি ফিরে
কষ্টে আছি সব হারিয়ে।
তুই ছাড়া এই জীবন বিথা
রেখে দে আমায় তোর পাড়ায়,
তুই ছাড়া এই জীবন বিথা
রেখে দে আমায় তোর পাড়ায়।
No comments:
Post a Comment