Dekhi Ei Duniyar Hate Lyrics
Dekhi Ei Duniyar is a Bengali song That is sung by the Mamtaz and music is given by the Arshi Poribar. It is a Bengali album song release on G Series Music. Dekhi Ei Duniyar Hate Lyrics written by Shah Alam Sarker.Song Credits To...
- Song -: Dekhi Ei Duniyar
- Singer -: Momtaz
- Lyric & Tune -: Shah Alam Sarker
- Music -: Arshi Poribar
- Label -: Agniveena
Dekhi Ei Duniyar Hate Lyrics In Bengali
দেখি এই দুনিয়ার হাঁটে
সংসার নামে খেলার মাঠে
কারো তড়ী ভিড়ল ঘাটে
কারো তড়ী ছাড়ল !
মাওলা গো ........
আমার তড়ীর আয়ু বোঝি
আরেক টি দিন বাড়লো
মাওলা গো ......
দেখি এই দুনিয়ার হাঁটে
সংসার নামে খেলার মাঠে
কারো তড়ী ভিড়ল ঘাটে
কারো তড়ী ছাড়ল !
মাওলা গো ........
আমার তড়ীর আয়ু বোঝি
আরেক টি দিন বাড়লো
মাওলা গো ......
না খেলতে কেউ খেলায়
কেউ বা সকাল বেলা
এই রঙ্গের মেলা
সাঙ্গ করলো
দেখতেছি প্রত্যহ
দুপুরবেলা কেহ
এই নশ্বর দেহ
দু,পায়ে মারলো ।
কারো বিকাল বেলা
ভাঙ্গলো রঙ্গের মেলা
কারো বিকাল বেলা
ভাঙ্গলো রঙ্গের মেলা
কেহ সন্ধ্যাবেলা
পার হইতে না পারলো
মাওলা গো ......
দুনিয়া কঠিন ও ঠাই
কিসের বন্ধু কিসের ভাই
ধন-জনের বল বড়াই
মিথ্যা লোভ করলো।
পড়লে মউতের গুহায়
থাকবে না কোনো উপায়
আজরাইলের ঐ দুই পায়
যদি ধরলো ।।
মুসলমান আল্লাহ বলে
রাখতেছে মাটির তলে
মুসলমান আল্লাহ বলে
রাখতেছে মাটির তলে,
হিন্দু হরিবোল বলে
আগুলো পুড়লো
মাওলা গো...........
ছিলাম আমি কোন খানে
এলাম আমি কোন খানে
যাবো আবার কোন খানে
কে আমায় গড়লো ।
দিয়ে এমন কারুকাজ
কেমন সেই বিশ্বরাজ
দেখা তুমি দেও হে আজ
মিনতি রইলো ।।।
এই শাহআলম সরকারে
তোমারই দরবারে
এই শাহআলম সরকারে
তোমারই দরবারে
জীবনের শেষবারে
অনুরোধ করলো ।
মাওলা গো...........
দেখি এই দুনিয়ার হাঁটে
সংসার নামে খেলার মাঠে
কারো তড়ী ভিড়ল ঘাটে
কারো তড়ী ছাড়ল !
মাওলা গো ........
আমার তড়ীর আয়ু বোঝি
আরেক টি দিন বাড়লো
মাওলা গো ......
No comments:
Post a Comment