Ontohin icche Gulo Lyrics
Ontohin icche is a Bengali album song by Kona and Shoyeb.The music given by Aabid Rony. Ontohin icche Gulo Lyrics written by the Pradip Saha. Official video hosted on the label of Eagle Music. Staring at this song is Zaher Alvi, Subha, Afjal Sujon.Song Credits To...
- Song -: Ontohin Icche gulo
- Lyrics -: Pradip Saha
- Tune & Music -: Aabid Rony
- Label -: Eagle Music
- Starring -: Zaher Alvi, Subha, Afjal Sujon
Ontohin icche Gulo Lyrics In Bengali
অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়। [২x ]
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়। [২x ]
কেন এতো ভয়?
অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়।
যার ছোয়াতে হাই পৃথিবী হাঁসে,
যার অভিমানে হাই বৃষ্টি আসে,
যার বিস্বাসে নিঃস্বাস চলে,
যার কারণে প্রেম কথা বলে,
ও ও ও তাকে নিয়ে কেন এতো ভয় ?
না বলা যত সুপ্ত কথা মেলে ধরে পরিচয়
পিছন থেকে টানছে দ্বিধা সামনে থেকে নয়। [২x ]
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়। [২x ]
কেন এতো ভয়?
অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়।
বোঝেনা মন বোঝেনা আমায় ধরে রাখে সংশয়
কোনো হাঁটে বাঁকা পথে সোজা পথে নয়। [২x ]
ভালোবাসা কারণে অকারণে এমনই কি হয়
আমি প্রেমে পড়েছি বলে কেন এতো ভয়। [২x ]
অন্তহীন ইচ্ছে গুলো অপেক্ষাতে রয়
কে যেন দরজা নেড়ে বলে এখনই সময়।
No comments:
Post a Comment