Tomar Naame Lyrics
Tomar Naame Official Bengali song of Mahtim Shakib. The music given for this song is Neru. The song is hosted on the label of Central Music and Video. Tomar Naame Lyrics is written by Mehedi Hasan Limon.
Song Credits To...
- Song -: Tomar Naame
- Singer -: Mahtim Shakib
- Lyric -: Mehedi Hasan Limon
- Tune & Music -: Neru
- Label -: Central Music and Video [CMV]
Tomar Naame Lyrics In Bengali
যত কাছে যাই ইচ্ছে হয়
তোমার আরও কাছে থাকি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরও বাকি।
তোমার নামে প্রেমের দামে
পেলেপুশে ইচ্ছে রাখি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরও বাকি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরো বাকি।
আদর করে হাতটা ধরে
আলতো স্বরে তোমায় ডাকি,
মন গহিনে খুব গোপনে,
যতন করে আগলে রাখি।
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরো বাকি,
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরও বাকি।
কাতর হয়ে থাকি নুয়ে
তোমার প্রেমে মগ্ন থাকি,
পাতায় পাতায় গল্প কথায়
তোমায় নিয়ে কাব্য লিখি।
এত ভালবাসি তবুও জানো কি
মন বলে আরো বাকি,
এত ভালবাসি তবুও জানো কি
No comments:
Post a Comment