Monday, August 24, 2020

300+ FB Status Bangla About Life (ফেইসবুক লাইফ স্ট্যাটাস)

FB Status Bangla About Life
FB Status Bangla About Life

আমরা সবাই ফেইসবুক, হোয়াটস্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় প্রত্যেকদিন কোনো না কোনো স্টেটাস দিয়ে থাকি।  এই স্টেটাস আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের মনের অবস্থা অনুযায়ী স্টেটাস আপডেট করি।  এই লিস্ট এ  আমি কিছু FB status Bangla about Life নিয়ে বানিয়েছি। 


আজকের দিনে সবাই চাই একে অপরের থেকে এগিয়ে থাকতে এটা স্টেটাস এর ক্ষেত্রেও প্রযোজ্য। কেও নিজে লিখে আবার কেউ ইন্টারনেট থেকে খুঁজে ইউনিক স্টেটাস আপডেট করে। 


বাংলা  স্টেটাস বাঙালিদের মনে একটু হলেও জায়গা করে নিয়েছে এবং প্রায় সব বাঙালি চাই বাংলা ভাষায় স্টেটাস দিতে যাতে তারা মাতৃ ভাষা বজায় রাখার সাথে সাথে কোনো বাঙালির মন ছুঁয়ে নিতে পারে। এখানে LIFE সম্পর্কে কিছু স্টেটাস দেয়া হয়েছে যেগুলি সবাই ফ্রি তে ব্যাবহার করতে পারে। 


FB status about life টপিক সম্বন্ধে লেখার সব থেকে বড় কারণ হলো দর্শকদের আবেদন এবং এই টপিক টি ট্রেন্ডিং থাকা।  আজকের দিনের ইয়ং ছেলে মেয়ে সবাই লাইফ নিয়ে সচেতন তা সোশ্যাল মিডিয়া তে প্রকাশ এর জন্য তারা এই টপিক নিয়ে ব্যাস্ত।  


FB Status Bangla About Life


জীবনের একটা সবথেকে বড়ো😞 সত্য হলো মৃত্যু। 

FB Status Bangla About Life

টাকা 💸 আমাদের শরীরের চাহিদা মেটায় কিন্তু,
শান্তি 👲 আমাদের মনের চাহিদা মেটায়। 

FB Status Bangla About Life


জীবনের সৌন্দর্য এই নয় যে তুমি কতটা 😁 খুশি,
আসল সৌন্দর্য হলো 🙅 তোমার জন্য কতজন খুশি। 

FB Status Bangla


জীবনের পথ খুবই সহজ,
আমাদের চাহিদা একে পেঁচালো 🤑 করে তোলে। 

FB Status Bangla


জীবন তোমাকে অনেক কিছু দিতে চাই,
কিন্তু তুমি শুধু টাকা চাও,
টাকা 💰 তোমাকে ক্ষনিকের সুখ দিতে পারে জীবনের নয়। 

Facebook status about life


জীবন কে উজ্জ্বল করো আলো দেবার জন্য,
এতটাই নয় যে কেউ তাতে পুড়ে 😞যাই। 

Facebook status about life


জীবনে বাঁচার জন্য নিস্বাসের যেমন প্রয়োজন,
ঠিক তেমনি সম্পর্ককে বাঁচানোর জন্য 👬 বিস্বাসের প্রয়োজন। 

bangla status


সফলতা তো সব মানুষই অর্জন করে,
কেউ এরোপ্লেন তৈরী করে, 🙋 কেউ আবার মাটির পাত্র।

bangla status about life


অন্যদের সাথে নিজেকে তুলনা 🙈 করো না,
দেখবে জীবন অতি সরল হয়ে গেছে। 

bangla status about life


লোভ 🤑 এবং ক্ষোভ 😡 এই দুটি জিনিস থেকে দূরে থাকো,
এরা তোমার সফলতার 🙋 কারণ হোক বা না হোক,
 ধ্বংসের কারণ নিশ্চই হবে। 

life bangla status


জল আমাদের জীবন দেয় আবার অনেক সময় নিয়েও নেই,
তেমনি বিশ্বাস 👭 আমাদের সম্পর্ক কে  শক্ত করে, 
আবার আবার অনেক সময় ধ্বংস করে দেয়। 

life bangla status


How to Update Facebook Status?

ফেইসবুক স্টেটাস বা স্টোরিজ দেওয়া খুবই সহজ কিন্তু আপনি যদি নতুন হন তাহলে একটু অসুবিধা হতে পারে।  নিচে পয়েন্ট অনুযায়ী দেওয়া রয়েছে সেটি মনোযোগ সহকারে পড়ুন। 
  1. প্রথমে ফেইসবুক এপ্লিকেশন টি open করুন 
  2. তারপর আপনাকে stories এ ক্লিক করতে হবে 
  3. এবার আপনি নিজের ইচ্ছে মতো টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি দিতে পারেন। 

No comments:

Post a Comment