![]() |
FB Status Bangla About Life |
আমরা সবাই ফেইসবুক, হোয়াটস্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গায় প্রত্যেকদিন কোনো না কোনো স্টেটাস দিয়ে থাকি। এই স্টেটাস আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের মনের অবস্থা অনুযায়ী স্টেটাস আপডেট করি। এই লিস্ট এ আমি কিছু FB status Bangla about Life নিয়ে বানিয়েছি।
আজকের দিনে সবাই চাই একে অপরের থেকে এগিয়ে থাকতে এটা স্টেটাস এর ক্ষেত্রেও প্রযোজ্য। কেও নিজে লিখে আবার কেউ ইন্টারনেট থেকে খুঁজে ইউনিক স্টেটাস আপডেট করে।
বাংলা স্টেটাস বাঙালিদের মনে একটু হলেও জায়গা করে নিয়েছে এবং প্রায় সব বাঙালি চাই বাংলা ভাষায় স্টেটাস দিতে যাতে তারা মাতৃ ভাষা বজায় রাখার সাথে সাথে কোনো বাঙালির মন ছুঁয়ে নিতে পারে। এখানে LIFE সম্পর্কে কিছু স্টেটাস দেয়া হয়েছে যেগুলি সবাই ফ্রি তে ব্যাবহার করতে পারে।
FB status about life টপিক সম্বন্ধে লেখার সব থেকে বড় কারণ হলো দর্শকদের আবেদন এবং এই টপিক টি ট্রেন্ডিং থাকা। আজকের দিনের ইয়ং ছেলে মেয়ে সবাই লাইফ নিয়ে সচেতন তা সোশ্যাল মিডিয়া তে প্রকাশ এর জন্য তারা এই টপিক নিয়ে ব্যাস্ত।
FB Status Bangla About Life
How to Update Facebook Status?
- প্রথমে ফেইসবুক এপ্লিকেশন টি open করুন
- তারপর আপনাকে stories এ ক্লিক করতে হবে
- এবার আপনি নিজের ইচ্ছে মতো টেক্সট, ইমেজ, ভিডিও ইত্যাদি দিতে পারেন।
No comments:
Post a Comment